ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চার হাজার কেজি পলিথিন জব্দ, একজনের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
চট্টগ্রামে চার হাজার কেজি পলিথিন জব্দ, একজনের জেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর রেয়াজুদ্দিন বাজার এলাকায় দু’টি গুদামে অভিযান চালিয়ে চার হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এ অভিযানে গুদাম দু’টি সিলগালা করা হয়।

একইসঙ্গে একটি গুদামের ব্যবস্থাপককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


সিলগালা হওয়া গুদাম দু’টির মধ্যে একটি আরমান এন্টারপ্রাইজ এবং অপরটি রুবেল এন্টারপ্রাইজের বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।

তিনি জানান, নিষিদ্ধ পলিথিন রাখায় প্রতিষ্ঠান দু’টিকে যথাযথ আইনে সিলগালা করে আরমান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. সিরাজকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাকিব হাসান বলেন, পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় অভিযান পরিচালিত হয়েছে।   এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।