ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নচিকেতার অপেক্ষায় হাজারো দর্শক

ইসমেত আরা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
নচিকেতার অপেক্ষায় হাজারো দর্শক ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মানুষে পরিপূর্ণ মিলনায়তন। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু মানুষের ঢল।

হবেই বা না কেন। নচিকেতার গান বলে কথা।
তার জন্যই তো হলভর্তি দর্শকের অধীর অপেক্ষা।

বুধবার (২৩ ডিসেম্বর) নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দুই বাংলার দর্শকনন্দিত শিল্পী নচিকেতার গান শুনতে ভিড় জমিয়েছেন হাজারও দর্শক।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফুল ইসলাম বাংলানিউজকে বলেন, নচিকেতা গানগুলো জীবন সর্ম্পকে নতুন করে ভাবতে শেখায়।   খুব কঠিন কথাগুলো তার গানে সহজভাবে ফুটে উঠে।   তাই এ প্রিয় শিল্পীর গান শুনতে এসেছি।

নচিকেতা এখনো মঞ্চে হাজির হননি।   সন্ধ্যা সাড়ে সাতটায় চ্যানেল আই সেরাকন্ঠের শিল্পী চৈতি মুৎসুদ্দির গানের মধ্য দিয়ে শুরু হয় জমকালো এ অনুষ্ঠান।   বিজয়ের মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘সব কটা জানালা খুলে দাও না...’ দিয়ে পরিবেশনা শুরু করেন শিল্পী।

কিন্তু মানুষের আগ্রহ তো অন্যখানে।   সবার উৎসুক জিজ্ঞাসা কখন দেখা পাবেন প্রিয় শিল্পীর।   কখন শুনতে পাবেন সেইসব মন ভোলানো সুর।

আয়োজক সূত্র জানায়, চৈতি মুৎসুদ্দির পরিবেশনার পর রাত সাড়ে আটটার দিকে মঞ্চে উঠবেন জনপ্রিয় শিল্পী নচিকেতা।

‘নচিকেতা লাইভ ইন চিটাগাং’ শিরোনামে এ কনসার্টের আয়োজন করেছে রেড ভেলভেট ইভেন্টস। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

অনুষ্ঠানে আরও গাইবেন সারে-গামা-পা খ্যাত আইকন ব্যান্ডের প্রমীলা শিল্পী মাধুরীমা বাসু। অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিসা।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।