ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চৈতীর গানে মুগ্ধ শ্রোতারা

‘জীবনের কথা বলাই জীবন’ গাইছেন নচিকেতা

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
‘জীবনের কথা বলাই জীবন’ গাইছেন নচিকেতা ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অপেক্ষার পালা শেষ। নচিকেতা সেই ভরাট কণ্ঠে গাইছেন ‘জীবনের কথা বলাই জীবন’।

পরের গান ‘তুমি আসবে বলেই’। ফাঁকে ফাঁকে চলছে মজার মজার কথামালাও।


বুধবার সন্ধ্যায় ‘সব কটা জানালা’ দিয়ে শুরু করেছিলেন চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা চৈতী মুৎসুদ্দী। এরপর একে একে শোনালেন ‘অনেক বৃষ্টি ঝরে’, ‘এ দুনিয়া এখন তো আর’, ‘আর যেন নেই কোন ভাবনা’, ‘এই মন জোছনায়’, ‘রোজ রোজ আকাশ’ ও ‘যারে যারে উড়ে যারে পাখি’।

চৈতীর গান শেষ। ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তন টইটম্বুর শ্রোতাদের গানের তৃষ্ণা যেন মিটে না। অনুরোধ আসতেই থাকে। রাত আটটা ৫৫ মিনিটে মঞ্চে এলেন গানের বরপুত্র নচিকেতা।

‘নচিকেতা লাইভ ইন চিটাগাং’ শিরোনামে এ কনসার্টের আয়োজন করেছে রেড ভেলভেট ইভেন্টস। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

** নচিকেতার অপেক্ষায় হাজারো দর্শক

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।