ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জীবনমুখী গানে মাতিয়ে রেখেছেন নচিকেতা

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
জীবনমুখী গানে মাতিয়ে রেখেছেন নচিকেতা ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: একের পর এক জীবনমুখী গান গেয়ে শ্রোতাদের বুঁদ করে রেখেছেন নচিকেতা।   চা পান শেষে ‘যখন সময় থমকে দাঁড়ায়’ গানে নিজেকে উজাড় করে দেন শিল্পী।

শিল্পীকে সহযোগিতা করছেন প্রসেনজিত, জয় ও পিতামহ বিশ্ব। পরের গান ‘রাজশ্রী তোমার জন্য’।
 

বুধবার রাতে বিমানবন্দর থেকে  কয়েকঘণ্টার পথ পাড়ি দিয়ে সোজা মঞ্চে ওঠেন তিনি। নচিকেতা সেই ‘জীবনের কথা বলাই জীবন’ গান দিয়ে শুরু করলেন পরিবেশনা। পরের গান ‘তুমি আসবে বলেই’। ফাঁকে ফাঁকে চলছে মজার মজার কথামালাও।

কয়েক ডজন গানের অনুরোধ আসার পর বললেন, ফিল্মের গান ঠিক মনে রাখতে পারি না। এবার আমি দায়িত্ব নিয়ে বিতর্কিত প্রেমের গান শোনাবো। অবশ্য বৌদিদের অভিব্যক্তি বদলে যেতে পারে।

তারপর ধরলেন সেই গানটি ‘সে ছিল তখন উনিশ, আমি তখন ছত্রিশ’। মুহুর্মুহু করতালিতে ভরে ওঠে মিলনায়তন।

প্রযুক্তির উন্নয়ন হয়েছে। রবীন্দ্রনাথকে হেরিটেজে পৌঁছে দিচ্ছি। সন্তানকে আইফোন কিনে দিচ্ছি। রবির গানের পরিবেশনা আধুনিক করতে হবে। দায়িত্ব নিতে হবে। ভিন্ন ধারায় গাইলেন ‘আমার ও পরানে যাহা চায় তুমি তাই...। ’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য|

‘কেউ হতে চায় ডাক্তার’, ‘অনির্বাণ’ ইত্যাদি জনপ্রিয় গান গেয়ে চা পানের অনুমতি চাইলেন নচিকেতা।

বুধবার সন্ধ্যায় ‘সব কটা জানালা’ দিয়ে শুরু করেছিলেন চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা চৈতী মুৎসুদ্দী। এরপর একে একে শোনালেন ‘অনেক বৃষ্টি ঝরে’, ‘এ দুনিয়া এখন তো আর’, ‘আর যেন নেই কোন ভাবনা’, ‘এই মন জোছনায়’, ‘রোজ রোজ আকাশ’ ও ‘যারে যারে উড়ে যারে পাখি’।

চৈতীর গান শেষ। ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তন টইটম্বুর শ্রোতাদের গানের তৃষ্ণা যেন মিটে না। অনুরোধ আসতেই থাকে। রাত আটটা ৫৫ মিনিটে মঞ্চে এলেন গানের বরপুত্র নচিকেতা।

‘নচিকেতা লাইভ ইন চিটাগাং’ শিরোনামে এ কনসার্টের আয়োজন করেছে রেড ভেলভেট ইভেন্টস। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

** ‘জীবনের কথা বলাই জীবন’ গাইছেন নচিকেতা
** নচিকেতার অপেক্ষায় হাজারো দর্শক

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।