ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্যার আশুতোষ কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠান শনিবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
স্যার আশুতোষ কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠান শনিবার

চট্টগ্রাম: দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজ তার প্রতিষ্ঠার ৭৫ বছর অতিক্রম করেছে। গৌরবের এই উপলক্ষ উদযাপনে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘হীরক জয়ন্তী’ অনুষ্ঠান।

৭ জানুয়ারি (শনিবার) কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজিত হবে এই অনুষ্ঠান। বৃটিশ শাসনামালে জেলার বোয়াখালীর প্রত্যন্ত অথচ শিক্ষ-সংস্কৃতিতে অগ্রসর কানুনগোপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় স্যার আশুতোষ কলেজ।

সময়টা ছিল ১৯৩৯ সাল।

এদিকে হীরক জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত পুণর্মিলনী উৎসবে অংশ নিয়ে কলেজের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হারানো অতীত খুঁজে ফিরবেন কলেজের প্রাক্তন ছাত্ররাও।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।