ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আলোক-শিখায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আলোক-শিখায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রামে আলোক-শিখা প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম। 

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক-শিখা প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।   এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

সালাম বলেন, মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দিতেই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তানিরা।   এদেশের কিছু কুলাঙ্গার রাজাকার-আলবদর পাকিস্তানিদের বুদ্ধিজীবী হত্যায় মদদ দিয়েছিল এবং সহযোগিতা করেছিল।

  বাংলাদেশ ও বাঙালি জাতি যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেটারই নীলনকশা ছিল বুদ্ধিজীবী নিধনযজ্ঞ।

সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মো. এমরান, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদার। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এছাড়া সংগঠনের মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, কমান্ডার মো. ইদ্রিস, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, মাহফুজুল হক চৌধুরী, ফজল আহম্মদ ও ফোরকান উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক দিদারুল আলম দিদার, আবুল কাশেম, গৌরি শংকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক খান, শাহেদ মুরাদ শাকু, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ আজম উদ্দিন মাহমুদ, হাজী সেলিমুর রহমান, দপ্তর সম্পাদক মনোয়ার জাহান মনি, নুরুল হুদা চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক শাহেদ সরওয়ার শামীম, শফিকুর রহমান, গবেষনা ও প্রকাশনা সম্পাদক সুপ্রিয় দাশ অপু, নারী বিষয়ক সম্পাদক সাইফুন্নাহার খুশি, বেগম মিলি চৌধুরী, মুক্তিযোদ্ধা খায়ের আহম্মদ, রুস্তম আলী, কাঞ্চন মহাজন, কামাল উদ্দিন, মঈনুল আলম খান, নাজিম উদ্দিন, নাছির উদ্দিন, মো. হোসেন সাদ্দাম, আফতাব উদ্দিন সুমন, আবু ঈসা, ফাতেমা শারমিন, সেলিম হোসেন, দীপন দাশ, রেজাউল করিম সাগর, রাজীব চন্দ, সোহেল ইকবাল, আব্দুর রহিম, ইমরান হোসেন মুন্না, মোস্তাফিজুর রহমান বিপ্লব, আর কে রুবেল, এম এ এইচ মানিক, নাছির আলী পান্না, সাধন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, আবদুল হান্নান, শিবলী নোমান মিঠু, কামাল হোসেন, সজল দাশ উপস্থিত ছিলেন।

‘মুক্তিযুদ্ধের চেতনার প্রদীপ্ত শিখায় দূরীভূত হোক অপশক্তির যত অন্ধকার’- এই স্লোগানে আলোক-শিখা প্রজ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সমবেত সবাই।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।