ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৈশাখী টেলিভিশনের যুগপূর্তিতে বর্ণিল আয়োজন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
বৈশাখী টেলিভিশনের যুগপূর্তিতে বর্ণিল আয়োজন  উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম।

চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে বর্ণিল আয়োজনে হয়ে গেল বৈশাখী টেলিভিশনের যুগপূর্তি উৎসব। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে উৎসবে স্বাগত বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মহসিন চৌধুরী।

এরপর কেক কেটে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম।

বৈশাখী টিভিকে শুভেচ্ছা জানান নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাস সুমন, আব্দুল কাদের, বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অঞ্জন শেখর দাস, এনবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নূর, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রইসুল উদ্দিন সৈকত, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, খেলাধুলা বিষয়ক সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বৈশাখী টেলিভিশনকে দেশের স্বার্থে কাজ করা আহ্বান জানান।

 

বৈশাখী টেলিভিশন সবসময় চট্টগ্রামের মানুষসহ সারা দেশের জনগণের পাশে থাকবে, এমন আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বৈশাখী টেলিভিশন এগিয়ে যাবে, দেশ ও মানুষের কথা বলবে  এমনটাই প্রত্যাশার কথা জানান অন্য অতিথিরা।

গৌরবের এক যুগ পূর্তিতে বৈশাখীর পথচলায় সঙ্গে থাকার জন্য দর্শক, সমালোচক, শুভানুধ্যায়ী, ক্যাবল অপারেটর, শিল্পীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বৈশাখীর চট্টগ্রাম পরিবার।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।