ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

টেকনাফে ৯৭০৫ পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৩, ডিসেম্বর ২৯, ২০১৭
টেকনাফে ৯৭০৫ পিস ইয়াবাসহ যুবক আটক ইয়াবাসহ আটক যুবক মোহাম্মদ আলী

কক্সবাজার: টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে ৯ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে কক্সবাজারগামী একটি স্পেশাল বাসের যাত্রীবেশী ওই যুবকের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

আটক মোহাম্মদ আলী টেকনাফের নয়াপাড়ার উনচিপ্রাং রইক্ষ্যং গ্রামের রুসন আলীর ছেলে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জামাদ্দার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপার্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।