ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০ বছরে পাঠকের হৃদয় জয় করেছে ‘কালের কণ্ঠ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
১০ বছরে পাঠকের হৃদয় জয় করেছে ‘কালের কণ্ঠ’ কালের কণ্ঠের দশম জন্মদিনে কেক কাটেন অতিথিরা।ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ১০ বছরে কালের কণ্ঠ পাঠকের হৃদয় জয় করে নিয়েছে বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কালের কণ্ঠের দশম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।

তিনি বলেন, কালের কণ্ঠ ১০ জানুয়ারি ঐতিহাসিক দিনটি জন্মদিন হিসেবে বেছে নিয়ে জানান দিয়েছে-এটি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।

মেয়র বলেন, চট্টগ্রাম বন্দরের কারণে দেশ এগিয়ে গেছে। চট্টগ্রামের সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া ও সম্ভাবনা নিয়ে কালের কণ্ঠ আরও বেশি ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।  ছবি: সোহেল সরওয়ারচট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, সত্য সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কালের কণ্ঠ দেশকে এগিয়ে নিচ্ছে। ‘আংশিক নয় পুরো সত্য’ স্লোগানে যাত্রা শুরু করে এই পত্রিকা। আশা করি চট্টগ্রামের মেগা প্রকল্প, বে টার্মিনাল, ঢাকা-চট্টগ্রাম ডাবল লেন নিয়ে বেশি বেশি লিখবেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ বলেন, দেশখ্যাত জাতীয় দৈনিক কালের কণ্ঠ দেশের সংবাদপত্র জগতকে আলোকিত করেছে। মেধাবী সাংবাদিকরা পত্রিকাটিকে বিশ্বের বাংলাভাষী পাঠকের কাছে অনন্য সাধারণ করে তুলে ধরছে। পত্রিকাটি যতদিন থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে-এ প্রত্যাশা করি।

সিআইইউ’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা বলেন, সমাজ পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা প্রমাণ করেছে ‘কালের কণ্ঠ’। সবার কথা বলে কালের কণ্ঠ আরও এগিয়ে যাবে।

বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তী বলেন, কালের কণ্ঠ অত্যন্ত জনপ্রিয় পত্রিকা। বসুন্ধরা গ্রুপের ছয়টি মিডিয়ার মধ্যে কালের কণ্ঠ স্বমহিমায় উজ্জ্বল।

কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জানান সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, কারিকা’র বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম, শুভসংঘের উপদেষ্টা ও এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রইসুল উদ্দিন সৈকত, সাবেক ছাত্রনেতা আবদুল মোমিন, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।

কালের কণ্ঠকে শুভেচ্ছা জানান চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর, সহ সভাপতি মনজুর কাদের মনজু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।