ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনা আক্রান্ত ১০ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, অক্টোবর ১৭, ২০২১
চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনা আক্রান্ত ১০ জন প্রতীকী ছবি

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ।

এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ২ হাজার ১১০ জন। এইদিন করোনায় কারও মৃত্যু হয়নি চট্টগ্রামে।
 

রোববার (১৭ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন, শেভরণ ল্যাবে ২ জন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।  

এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাব, আরটিআরএল ল্যাব, মেডিক্যাল সেন্টার, মা ও শিশু হাসপাতাল ল্যাব, ল্যাব এইড এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ আহমদ জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১০ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই নগরের বাসিন্দা।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।