ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবীর সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবীর সভা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে সভায় মুখ্য আলোচক  উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।

মহানবীর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করার জন্য বলেছেন নবীজী।
ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশে আমাদের জাতীয় ঐতিহ্যকে ধারণ করলেই প্রিয় স্বদেশ সত্যিকারভাবে এগিয়ে যাবে।  

আলোচনায় অংশ নেন পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, রেজিস্টার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন, উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, প্রধান প্রকৌশলী ফরহাদ রশীদ, ইউজিসি’র উপ পরিচালক মো. আবদুল মান্নান, সিনিয়র সহকারী পরিচালক হাফিজুর রহমান, সহকারী রেজিস্টার ডা. মাহিদ বিন আমিন।  

পরে বিশ্ব শান্তি ও দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।