ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে রাসায়নিক কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, নভেম্বর ২৬, ২০২১
চট্টগ্রামে রাসায়নিক কারখানায় আগুন ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের সাগরিকা বিসিক শিল্প এলাকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ-এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বাংলানিউজকে বলেন, আগুন নেভানোর কাজে যোগ দেয় ১২টি ইউনিট। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

রাসায়নিক কারখানাটিতে বিপুল দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাসায়নিক কারখানা হওয়ায় ভেতরে পানি ছিটানো হচ্ছে।  ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে কারখানার বৈদ্যুতিক তারে ত্রুটি দেখা দিয়েছিল।  মেরামতের সময় শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।

ওই কারখানায় পুরনো লুব্রিক্যান্ট থেকে গ্রিজ তৈরি করা হতো।  ৬-৭ জন পরিচ্ছন্নতা কর্মী সেখানে কাজ করছিলেন বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ ইসলাম।   

কারখানার মালিক বদিউল আলমের ছেলে মুনতাসির আলম বলেন, হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে ২৫ জন কর্মী কাজ করেন। শুক্রবার কারখানা বন্ধ থাকায় তারা সেখানে ছিলেন না। আগুনে পুরো কারখানা পুড়ে গেছে। এতে দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১ 
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।