ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার মো. রুবেল

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকা থেকে পুলিশ পরিচয়ে প্রতারণা ও একাধিক মাদক মামলার আসামি মো. রুবেল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেফতার মো. রুবেল সাতকানিয়া থানার পূর্ব গাটিয়াডাঙ্গার সুলতান আহমদের ছেলে।  নগরের রৌফাবাদ এলাকায় তিনি বসবাস করেন।

ওসি মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রুবেল নিজের কাছে ইয়াবা ও অস্ত্র থাকার কথা স্বীকার করে। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তার বাসায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি এলজি, ৫ রাউন্ড গুলি ও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, রুবেল দীর্ঘদিন যাবত পুলিশ পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি, সরকারি পাহাড়ের জায়গা দখল, খাসজমি দখল, জুয়ার আসর বসানোসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তার বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।