ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মসজিদের গ্রিল কেটে টাকা চুরি, সিসিটিভিতে ধরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
মসজিদের গ্রিল কেটে টাকা চুরি, সিসিটিভিতে ধরা ...

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের গ্রিল কেটে দানবাক্সের টাকা চুরি হয়েছে।  

শনিবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ আলামত সংগ্রহ করেছে।

বুড়া মসজিদের মুতওল্লি মো. নুরুন্নবী চৌধুরী জানান, শনিবার রাতে চোরের দল মসজিদের গ্রিল কেটে ভেতরে ঢুকে।

মসজিদের প্রবেশ দ্বারে রাখা দানবাক্সের তালা খুলে দানের টাকা নিয়ে যায়। ফজরের আজান দিতে গেলে মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ ইয়াকুব বিষয়টি প্রথম জানতে পারেন।  
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, মসজিদে সিসিটিভি ক্যামরায় চোরের উপস্থিতি রেকর্ড হয়েছে।  

সিসিটিভি ক্যামরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ৪৫ মিনিটের সময় মসজিদের ভেতরে মাংকি টুপি পরা একজন ঘোরাফেরা করছেন। ওই ব্যক্তি একটি কাপড়ের থলেতে দানের টাকা ভরতেও দেখা যায়।  

ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বাংলানিউজকে জানান, মসজিদের টাকা চুরির ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।