ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির আলালকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, ডিসেম্বর ৯, ২০২১
বিএনপির আলালকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের  ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম: বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নগর ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তারা।

দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি নিউমার্কেট মোড় হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সেই সঙ্গে তাকে বীর চট্টলায় অবাঞ্ছিত ঘোষণা করছি। যেখানে কুলাঙ্গার আলালকে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে।  

এ ছাড়াও বিভিন্ন সময়ে জামায়াত শিবির, ছাত্রদলের সন্ত্রাসী ক্যাডারদের হাতে নিহত ছাত্রলীগ নেতা শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগকর্মী আরিফ রায়হান দীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বহদ্দারহাটে ৮ জন ছাত্রলীগ নেতাসহ সব ছাত্রলীগ নেতা হত্যা মামলার বিচারের রায় দ্রুত প্রদানের দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন নগর ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, সম্পাদক মণ্ডলীর সদস্য আশরাফ উদ্দিন টিটু, এমএ হালিম শিকদার মিতু, শেখ সরফুদ্দিন সৌরভ, ইমরান কামাল বনি, সদস্য ইমাম উদ্দিন নয়ন, মমশাদ হোসেন রাব্বি, শুভ ঘোষ, সালাউদ্দিন বাবু, মো. সালাউদ্দিন, মোশরাফুল হক পাভেল, আরাফাত রুবেল, চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, মহসিন কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী নাঈম যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার, পতেঙ্গা থানা ছাত্রলীগ সভাপতি হাসান হাবিব সেতু, কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল রুবেল, সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভি, পাহাড়তলী থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রিন্স,বাকলিয়া থানা ছাত্রলীগ আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন রনি, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি মো. কাইয়ুম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, হালিশহর থানা আহবায়ক আবদুর রহিম জিসান, যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম অভি, ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ রহিম মুন, ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রিয়াজ কাদের, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোমিন শাহ, ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমতিয়াজ রাহাত, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, হাসান রুমেল, সিটি কলেজ ছাত্রলীগ নেতা আবদুল হাবীব বাপ্পি, সাইফুল্লাহ সাইফ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা নোমান সাঈফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।