ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে কেন্দ্র দখলে নিতে হামলা, পুলিশ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
চন্দনাইশে কেন্দ্র দখলে নিতে হামলা, পুলিশ সদস্য আহত ...

চট্টগ্রাম: চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে একটি কেন্দ্র দখল করতে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. মোজাম্মেলের সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়েছে। এসময় ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়।

বুধবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, কেন্দ্র দখলে নিতে আনারস প্রতীকের প্রার্থী মো. মোজাম্মেলের সমর্থকেরা মধ্য হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবস্থান নেয়।

একপর্যায়ে দুটি মুড়ি সহ ব্যালট পেপার ছিনিয়ে নেয় তারা। পুলিশ সদস্যরা ধাওয়া দিলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ পরিদর্শক মো. শাহাদাত হোসেন আহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের সহায়তায় মুড়িসহ একটি ব্যালট পেপার উদ্ধার করতে পারলেও অন্যটির বেশকিছু পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে যায় তারা। প্রতিটি মুড়িতে ১০০টি ব্যালট রয়েছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।  

তিনি বাংলানিউজকে বলেন, কেন্দ্রের বাইরে ঝামেলা হয়েছিল। আমরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। এ ঘটনায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।