ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
হাটহাজারীতে ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ...

চট্টগ্রাম: হাটহাজারীতে শনিবার (৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ২য় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগীতা। ইডেন ইংলিশ স্কুল ব্যাডমিন্টন কমিটি আয়োজিত এ প্রতিযোগীতা উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

 

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে নগরের সিনিয়রস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক কমিটি।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে তিন ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন ৬৪ জন শাটলার।

এর মধ্যে প্রফেশনাল ক্যাটাগরিতে ১৬ জন, নন প্রফেশনাল ক্যাটাগরিতে ৩২ জন এবং প্রবীণ ক্যাটাগরিতে ১৬ জন অংশগ্রহণ করবেন।  

টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ৫০ হাজার, রানার আপ পাবেন ৩০ হাজার টাকা, নন প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ৩০ হাজার, রানার আপ পাবেন ২০ হাজার টাকা। এছাড়া প্রবীণ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ২৫ হাজার, রানার আপ পাবেন ১৫ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পুরো টুর্নামেন্ট হাটহাজারী উপজেলার পূর্ব-শিকারপুর ইউনিয়নের চন্দ্রাবিল সুখবিলাস আবাসিক এলাকায় অবস্থিত ইডেন ইংলিশ স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইডেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. খালেদ মাহমুদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সেলিম, শিকারপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আবদুল খালেক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. এনামুল হক, আইয়ুব আলী বাবুল, হানিফ জাবেদ, জুবায়ের মানিক, মনিরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।