ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হুইপ স্বপনের পিতার মৃত্যুতে নগর আ. লীগের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, জানুয়ারি ১৭, ২০২২
হুইপ স্বপনের পিতার মৃত্যুতে নগর আ. লীগের শোক

চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা মো. শরীফ উদ্দিন মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আ. লীগ।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিন সন্ধ্যা সাড়ে সাতটায়  ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মো.শরীফ উদ্দিন মন্ডল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট স্টেডিয়ামে এবং বেলা ১২ টায় জয়পুরহাট নিজ গ্রাম রামকৃষ্ণপুরে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।