ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মসলা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
মসলা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

চট্টগ্রাম: ভেজাল খাদ্য উৎপাদন করায় নগরের কোতোয়ালী থানার খাতুনগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে ছয়কে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে খাতুনগঞ্জের হামিদউল্লাহ মিয়া বাজার এলাকার একটি মসলার কারখানায় এ অভিযান চালানো হয়।

এসময় ভেজাল হলুদ-মরিচ-মসলার গুঁড়া জব্দ করা হয়।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার।

 

আটককৃতরা হলেন- মোহাম্মদ ইসহাক, মুহাম্মদ সাগর, রাহাত উদ্দিন, নসু মাঝি, মোহাম্মদ শহীদ ও মুহাম্মদ খাইরুল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, খাতুনগঞ্জে বাজারের ভিতর চৌধুরী বিল্ডিং এর নীচ তলায় হলুদ, মরিচ ও ধনিয়া ভাঙ্গানো মিলের ভিতর থেকে বৃহস্পতিবার ছয়জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভেজাল খাদ্যসামগ্রী তৈরির কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, কারখানাটি থেকে ভেজাল হলুদ-মরিচ-ধনিয়ার গুঁড়া তৈরির উপকরণ হিসেবে লাল রঙের কেমিক্যাল ৮৫০ গ্রাম, হলুদ রঙের কেমিক্যাল ৩৫০ গ্রাম, খয়েরি রঙের কেমিক্যাল ২০ গ্রাম ও ৮০০ গ্রাম কয়লা উদ্ধার করা হয়। যা বিভিন্ন ভোক্তাদের মধ্যে বিক্রয়ের জন্য সংরক্ষণ করে রেখেছিল।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।