ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জমির মাটি কাটায় জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
জমির মাটি কাটায় জরিমানা  ...

চট্টগ্রাম: জমির উর্বরতা বিনষ্ট ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটা ও পরিবহনের দায়ে গাড়ির মালিক মো. শাহ আলমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাটহাজারী পৌরসভার মীরেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জমির উর্বরতা বিনষ্ট ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটা ও পরিবহনের দায়ে গাড়ির মালিক মো. শাহ আলমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জমির টপ সয়েল ভর্তি একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে মর্মে সতর্ক করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, জমির উর্বরতা বিনষ্ট ও পরিবেশের ক্ষতি সাধন করে মাটি কাটা ও পরিবহনের দায়ে গাড়ির মালিক মো. শাহ আলমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  ট্রাকটি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।