ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে রানিং স্টাফদের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
রেলওয়ে রানিং স্টাফদের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা ...

চট্টগ্রাম: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। প্রতিদিনই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন তারা।

এ ছাড়াও এ প্রজ্ঞাপন বাতিল না করলে আগামী ৩০ জানুয়ারি কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্তে অনড় রানিং স্টাফরা।

কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বিভিন্ন প্লাটফর্ম প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) অন্ডার রেস্টে কাজ করেননি রানিং স্টাফরা। যার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে ১৬টি ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আগামী ৩০ তারিখের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করতে হবে। ১৬০ বছর ধরে চলা মাইলেজ পদ্ধতিতে আগের মতো সব সুবিধাদি বহাল রাখতে হবে। অন্যথায় ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।

রানিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকন উদ্দীন, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, সাইমুম হোসেন, নজরুল ইসলাম শাহেদ আলী, ফয়েজ উদ্দিন, ইকবাল আহমেদ, খুরশিদ আলম, শফিকুল আলম, নুরুল আলম চৌধুরী, আবদুল্লাহ আল আমিন, হোসেন শহীদ, ওমর ফারুক, মো. হানিফ, জাহাঙ্গীর আলম, জুনায়েদ হায়দার, জাহেদুল ইসলাম, গোলাম শাহরিয়ার, রাশেদুল ইসলাম সুমন, শাহাদাত শান্ত, রকিবুল হাসান, দিদার হোসেন, শামস মাহমুদ লেনিন, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন, শাহিনুল ইসলাম, মাসুদ রানা, মুহিতুল ইসলাম, ইমাম হোসেন, সুজন দাশগুপ্ত, রানা দাস, মো. মহিউদ্দিন, আব্দুল কাদের, ফারুক নাসের, ইমরান হোসেন, আলিফ মাঈনু নির্ঝর, আব্দুল কাদের চৌধুরী, সোহরাব হোসেন, সারোয়ার হোসেন, আকরাম আজিজ, সফিউল্লাহ চৌধূরী, তৌহিদুর রহমান মিঠু, কামরুল ইসলাম, জহিরুল আলম রাজু, মোশাররফ হোসেন তিতাস, আব্দুল ওদুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।