ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি খুলছে ২২ ফেব্রুয়ারি, সভা-সমাবেশ নিষেধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
চবি খুলছে ২২ ফেব্রুয়ারি, সভা-সমাবেশ নিষেধ ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উপস্থিতিতে সরাসরি পাঠদান শুরু হবে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চবির সকল বর্ষের ক্লাস ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে। সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে।

তবে ক্লাস, পরীক্ষা ও দাফতরিক সভা ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোনও অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এছাড়া শিক্ষার্থীদের টিকার সনদ সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২১ জানুয়ারি করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় চবির সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।