ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছেলে ভালো আছে, ভয়েস ম্যাসেজে কথা হয়েছে মায়ের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
ছেলে ভালো আছে, ভয়েস ম্যাসেজে কথা হয়েছে মায়ের  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধির চিফ ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুকের মা খায়েরুন্নেসা জানিয়েছেন, ইউক্রেনের জাহাজে রকেট হামলার পর তাদের উদ্ধার করে বাংকারে রাখা হয়েছে৷ সেখানে ছেলে ভালো আছে, সুস্থ আছে।

জাহাজে রকেট হামলার আগে ছেলের সঙ্গে নিয়মিত কথা হতো।

দুইদিন ধরে ভয়েস ম্যাসেজে কথা হচ্ছে। শুক্রবার (৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টায়ও ভয়েস ম্যাসেজ এসেছে।
 

বাকরুদ্ধ কণ্ঠে এই মা শুধু বলছিলেন, আলহামদুলিল্লাহ আমার ছেলে বেঁচে আছে। এখন নিরাপদে সহিসালামতে যেন দেশে ফিরতে পারে, তার জন্য সবার সহযোগিতা চাই। আমার ছেলেসহ সবাইকে দেশে ফিরিয়ে আনুন।

সরকার, উদ্ধারকারী লোকজন ও বিএসসির প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) অফিসে বাংলানিউজের সঙ্গে কথা হয় তার। এ সময় ছেলে আবদুল্লাহ আল মামুন, মো. ওমর শরীফ তুষার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।