ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযান: সাড়ে ৩ হাজার মিটার জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
হালদায় অভিযান: সাড়ে ৩ হাজার মিটার জাল জব্দ 

চট্টগ্রাম: হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন স্থান ও মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, হালদা নদীর মোহনা ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। তবে এতে কাউকে আটক করা যায়নি।

 

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ২৯ মার্চ, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।