ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাজার নিয়ন্ত্রণে আ.লীগ সরকার ব্যর্থ:  ডা. শাহাদাত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
বাজার নিয়ন্ত্রণে আ.লীগ সরকার ব্যর্থ:  ডা. শাহাদাত 

চট্টগ্রাম: মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারণে আজ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। সরকার জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।
যেমন খুশি তেমন ভাবেই ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছে।  

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ করে তিনি এ কথা বলেন।

জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন,  দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের কোনো জোরালো পদক্ষেপ নেই। যার ফলে প্রতিটি ক্ষেত্রে আজ চরম দুর্নীতি আর দুর্নীতি। এছাড়াও পরিবহন সেক্টরে চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সমাজের হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর মানুষ আজ খুব অসহায়।  

২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলী আব্বাস খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, কোতয়ালী থানা বিএনপি বিএনপি’র সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা সালাউদ্দিন লাতু, মাহাবুল আলম রানা, মুসা আলম, নজরুল ইসলাম বাবু, সাইফুদ্দিন আহমেদ ও কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসানসহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।