ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, মে ২৬, ২০২২
মীরসরাইয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ  ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে মো. হারুন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে দশটার দিকে জোরারগঞ্জ থানার সমিতি বাজার নামক স্থানে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান।

নিহত হারুন খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়া এলাকার মৃত মো. জসিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানিয়ে ওসি (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হারুনের সঙ্গে এক সিএনজি অটোরিকশা চালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে কুপিয়ে আহত করে চালক। পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার বিস্তারিত জানা যায়নি।

এদিকে, জোরারগঞ্জ থানায় যোগাযোগ করা হলে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান কর্তব্যরত ডিউটি অফিসার।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ২৬, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।