ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় নৌকার প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আনোয়ারায় নৌকার প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ  প্রতীকী ছবি

চট্টগ্রাম: আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (১৪ জুন) এ অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আজিজুল হক চৌধুরী।

তিনি বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যায় প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী একজোট হয়ে এ হামলা চালিয়েছে।

এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বাংলানিউজকে বলেন, পরৈকোড়া ইউনিয়নে প্রার্থীদের মধ্যে ঝামেলা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিবৃত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে৷ 

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা,  জুন ১৪, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।