ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নজরুল সংগীত চর্চার শর্তে আসামিকে মুক্তি দিলেন আদালত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ১৪, ২০২২
নজরুল সংগীত চর্চার শর্তে আসামিকে মুক্তি দিলেন আদালত

চট্টগ্রাম: মানহানি মামলায় ফাহমিদা রহমান নামে এক কণ্ঠশিল্পী দোষী সাব্যস্ত হওয়ায় কারাদণ্ডের পরিবর্তে ছয় মাসের প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত।  

প্রবেশনের এ সময়ে আসামিকে ছয় মাস শিখতে হবে নজরুল সংগীত এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আসামির গাওয়া দুইটি গানের সম্মানি (টাকা) দিয়ে কবি নজরুলের লেখা বা তাঁকে (নজরুল) নিয়ে লেখা বই জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই রায় দেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন।

 

সাধারণত এসব মামলায় আসামিকে ছয় মাসের সাজা দেওয়ার বিধান রয়েছে। তবে আসামিদের সংশোধনের সুবিধার্থে শর্ত সাপেক্ষে প্রবেশন কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকার রায় দিয়েছেন আদালত।  

ফাহমিদা রহমান চট্টগ্রাম ওয়াসায় কর্মরত আছেন। তিনি বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী।  

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন চট্টগ্রামের শিল্পীরা। সেখান থেকে বের হওয়ার পর সার্কিট হাউস চত্ত্বরে বেতার টেলিভিশনের আরেক শিল্পী আলাউদ্দিন তাহেরকে প্রকাশ্যে কটূক্তি করেন ফাহমিদা। একই বছর ১৩ ফেব্রুয়ারি একটি নিউজপোর্টাল ও একটি স্থানীয় দৈনিকে আলাউদ্দিন তাহেরের নামে মিথ্যে বক্তব্য উপস্থাপন করেন। এতে বলা হয়, আলাউদ্দিন তাহের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে সংগীতে দুর্নীতির মাধ্যমে এক বছরে তিনটি গ্রেডেশন নিয়েছেন। এ ঘটনায় ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি ফাহমিদার বিরুদ্ধে আলাউদ্দিন তাহের আদালতে মামলা করেন। পরের বছর ২০ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালতে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।  

আদালতের বেঞ্চ সহকারী ওসমান গণি বাংলানিউজকে বলেন, মানহানি মামলায় ফাহমিদা রহমানকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের বদলে ছয় মাসের প্রবেশন দিয়েছেন আদালত। প্রবেশনের এ সময়ে আসামি নগরের খুলশী নজরুল অ্যাকাডেমিতে ছয় মাস গান শিখবেন। সেই সঙ্গে বাংলাদেশ টেলিভিশনে আসামির (ফাহমিদা) গাওয়া দুইটি গানের সম্মানি (টাকা) নিয়ে সে টাকায় কবি নজরুলের লেখা বই অথবা তাঁকে নিয়ে লেখা বই জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।