ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জঙ্গল সলিমপুরে পানি বিদ্যুৎ গ্যাস বিচ্ছিন্ন, প্রতিবাদে বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
জঙ্গল সলিমপুরে পানি বিদ্যুৎ গ্যাস বিচ্ছিন্ন, প্রতিবাদে বিক্ষোভ  পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় জঙ্গল সলিমপুরের মানুষের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে জেলা প্রশাসনের অভিযানে পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বায়জিদ লিংক রোডে বিক্ষোভ করে আন্দোলন করেছে অবৈধ বাসবাসকারীরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে নগরের বায়েজিদ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। যার কারণে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহান বাংলানিউজকে বলেন, তারা বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে এসেছিল। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সীতাকুণ্ড এলাকায় চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।