ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু, পাশে দাঁড়ালেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু, পাশে দাঁড়ালেন ইউএনও

চট্টগ্রাম: বাঁশখালী পুকুরে ডুবে মোছাম্মৎ রুপসা (৪) ও মোছাম্মৎ রুপসী(৪) নামে দুই জমজ কন্যার মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার(২৩ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালিয়াঘাটা এলাকা এ ঘটনা ঘটে।

এদিকে এমন মর্মান্তিক ঘটনায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইদুজ্জান চৌধুরী।

পুকুরে ডুবে জমজ কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান।

দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটান এবং বাঁশখালী উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে নিহতদের দাফন কাফনের জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইদুজ্জান চৌধুরী বাংলানিউজকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে আমি নিহত পরিবারের কাছে যাই। দুই জমজ সন্তানকে এক সঙ্গে হারিয়ে পরিবারটি বাকরুদ্ধ। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব পরিবারটির জন্য করেছি।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।