ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
চমেকে সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, যুবক আটক

চট্টগ্রাম: মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সেনা সদস্যের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাছেল মো. ইফাত নামে এক যুবককে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ওয়ান স্টপ ইমারজেন্সী কেয়ার থেকে তাকে আটক করা হয়।

রাছেল মো. ইফাত, সীতাকুণ্ড থানার মৌলভীপাড়ার মো ইসমাইলের ছেলে।  

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ  উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, রাছেল মো. ইফাত নিজেকে একটি গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে পরিচয় দেয়।

কয়েকদিন টানা হাসপাতাল এলাকায় আসার পর সন্দেহ হওয়ায় রাছেল মো. ইফাতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া পরিচয় পত্রও জব্দ করা হয়েছে। রাছেল হাসপাতাল এলাকায় প্রতারণা করার জন্য এসেছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।