ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভোক্তা অধিকারের অভিযান: রাইস মিলকে ২ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
ভোক্তা অধিকারের অভিযান: রাইস মিলকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের চাক্তাই বাজার এলাকায় আল্লাহর দান চাউল ভান্ডারকে বিভিন্ন রাইস মিলের বস্তায় অন্য চাল প্যাকেটজাত করা এবং মূল্য তালিকা যথাযথভাবে না থাকার দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে।

 

এছাড়া এ দিন অভিযানে নেমে মেসার্স ইসলামাবাদ অটো রাইস মিলকে বর্ধিত মূল্যে চাল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা এবং আগ্রাবাদ এলাকার দিল্লি ডাইন নামের একটি রেস্টুরেন্টকে বাসি গ্রিল, ভাত এবং অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা খাবার তৈরির দায়ে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক    ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক  আনিছুর রহমান, সহকারী পরিচালক  দিদার হোসেন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকরী পরিচালক নাসরিন আক্তার।

অভিযানে সহায়তা করে এপিবিএনের একটি টিম।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট  ২৩, ২০২২
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।