ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭ দিন পর চবির ‘বি’ ইউনিটের ফলাফল, অর্ধেকের বেশি ফেল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
৭ দিন পর চবির ‘বি’ ইউনিটের ফলাফল, অর্ধেকের বেশি ফেল ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পরীক্ষার সাতদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৬ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৬৯ জনই ফেল করেছেন।

যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৬ দশমিক ৬৪ শতাংশ।  

এছাড়া পরীক্ষায় পাস করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী।

যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৩ দশমিক ৩৬ শতাংশ।  

শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।  

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বাংলানিউজকে বলেন, কিছু যান্ত্রিক সমস্যার কারণে ফলাফল প্রকাশে সময় লেগেছে। সবশেষে আমরা নির্ভুলভাবে ফলাফল প্রকাশ করেছি।  

এর আগে ২০ আগস্ট অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটের পরীক্ষা। ৩৫ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৬ হাজার ৬০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১৭২ জন। যা শতকরা ২৫ দশমিক ৬৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।