ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩২ লাখ টাকার স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের ট্রলিম্যান আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
৩২ লাখ টাকার স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের ট্রলিম্যান আটক ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং থেকে ৪ পিস স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের দাম ৩২ লাখ টাকা।

শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এনএসআই ও এপিবিএন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ভেতর থেকে স্বর্ণের বারগুলো নিয়ে পার্কিংয়ে আসার পর মো. ইসমাইল নামের ওই ট্রলিম্যানকে চ্যালেঞ্জ করা হয়।

এ সময় ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার গ্রামের বাড়ি হাটহাজারীর মিরের হাট।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।