ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ: বাবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ: বাবর ...

চট্টগ্রাম: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলার প্রতিবাদে নগরীর এনায়েত বাজার মোড়ে সমাবেশ করেছে ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।  

শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত সমাবেশে যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

 

এসময় বাবর বলেন, আওয়ামী লীগের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। আওয়ামী লীগের ত্যাগের ইতিহাস ছাড়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস লিখা যাবে না।

কারণ দেশটা স্বাধীন হয়েছে আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে। রাজপথে রক্ত দিয়ে আওয়ামী লীগ এদেশ প্রতিষ্ঠা করেছে। আজকের দিনে অনেক সংগঠন রাজপথ দখলে নেওয়ার হুমকি দেয়। তাদের হুঁশিয়ার করে বলতে চাই, আওয়ামী লীগের জন্ম রাজপথে। দেশের সংকটে দুর্যোগে দুঃসময়ে রাজপথ প্রকম্পিত করা গণমানুষের সংগঠন আওয়ামী লীগ। রাজপথ সবসময় আওয়ামী লীগ দখলে রেখেছে, আওয়ামী লীগই আগামি দিনে দেশের সঙ্কটে জনগণকে সাথে নিয়ে রাজপথ দখলে রাখবে।  

এসময় তিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ শহীদ পরিবারের সকল সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সুজিত ঘোষ, আব্দুস সুক্কুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোরশেদুল আলম, আমিনুল ইসলাম শাহানুর, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ফরিদ, তৌহিদুল ইসলাম মিথুন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন, শুভ দত্ত, অন্তর হোড়, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা গোবিন্দ দত্ত, আরিফুল ইসলাম আরিফ।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ মাসুদ, বাবুল দে, মান্না দে, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ হাসান, দেলোয়ার হোসেন রুবেল, নাজিম উদ্দীন, মোস্তফা আমান, ইয়াছির আরাফাত রিকু, ফারহান উদ্দীন খান, তৌহিদুল করিম ইমন, ইমতিয়াজ বাবর, পিয়াল দে, জাহেদ অভি, সালাহ উদ্দীন সাইদ, প্রলয় চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।