ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জলদস্যুর কবলে পড়ে কোটি টাকার ইলিশ খোয়ালেন জেলে 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
জলদস্যুর কবলে পড়ে কোটি টাকার ইলিশ খোয়ালেন জেলে  ...

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলদস্যুর কবলে পড়েছে ৯টি ট্রলার। এসময় ট্রলারে থাকা ইলিশ লুট করে নিয়ে যায় ডাকাত দল।

যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।  
 
শুক্রবার (২৬ আগস্ট) রাতে কক্সবাজারের মহেশখালী থেকে মাছ ধরে ফেরার পথে কুতুবদিয়া চ্যানেলের কাছে ডাকাত দলের কবলে পড়ে জেলেরা।
 

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, মাছ শিকার করতে সাগরে যায় জেলেরা। ফেরার পথে ডাকাতের কবলে পড়লে তাদের ট্রলারে থাকা ইলিশ মাছ ও ট্রলারে মজুদ থাকা তেল নিয়ে যায়।  

ট্রলারে কি পরিমাণ ইলিশ ছিল জানতে চাইলে ওসি মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির তথ্য অনুযায়ী ৯টি ট্রলার ডাকাতের কবলে পড়েছে। এর মধ্যে প্রায় এক কোটি টাকার ইলিশ ছিল বলে দাবি তাদের। ডাকাতির কবলে পড়া ৯টি ট্রলারের মধ্যে গত রাত ৩টায় দুইটি ট্রলার ঘাটে ফিরেছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।