ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালী ও রাউজানে অগ্নিকাণ্ড, পুড়লো ঘর ও দোকান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
বোয়ালখালী ও রাউজানে অগ্নিকাণ্ড, পুড়লো ঘর ও দোকান ...

চট্টগ্রাম: বোয়ালখালী ও রাউজানে পৃথক দুটি অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে।

শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের মুন্সিপাড়া আজিম মাস্টারের বাড়িতে ও রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংসুইনু মারমা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ধারণা করছি, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই চারটি দোকান পুড়ে যায়।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
বিই/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।