ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন মাসের ভাতিজি হত্যার দায়ে জেঠার যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
তিন মাসের ভাতিজি হত্যার দায়ে জেঠার যাবজ্জীবন  প্রতীকী ছবি

চট্টগ্রাম: আনোয়ারা থানার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকায় রুপা রানী দে নামের তিন মাসের ভাতিজিকে হত্যার দায়ে জেঠা স্বপন দাশকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৮ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল আলম এ রায় দেন।

এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। স্বপন দাশ আনোয়ারা থানার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক ভক্ত পাড়ার মৃত মনমোহন দাশের ছেলে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ।

আদালত সূত্রে জানা যায়, উত্তর গুয়াপঞ্চক ভক্তপাড়ার মৃত মনমোহন দাশের দুই ছেলের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। পারিবারিক বিষয়ে নিয়ে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।  ঝগড়ার একপর্যায়ে স্বপন দাশ ছোই ভাইয়ের স্ত্রীকে মারতে গিয়ে তিন মাসের শিশু রুপা রানী দে’র নাকে ঘুষি পড়ে। যার কারণে রুপা রানী দে একদিন পর মারা যায়।  এ ঘটনায় ২০০৭ সালের অক্টোবরে আনোয়ারা থানায় মামলা হয়। মামলার নম্বর ২৭ (১০) ২০০৭, জিআর মামলা নম্বর ২২৬/২০০৭ ও দায়রা মামলা নম্বর ৫৯৩/২০০৯।  

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান বাংলানিউজকে বলেন, রুপা রানী দে নামে তিন মাসের শিশুকে হত্যার দায়ে জেঠা স্বপন দাশকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।  

মামলায় পিপি সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তরী মির্জা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।