ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৩১ জনের করোনা শনাক্ত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, অক্টোবর ১, ২০২২
চট্টগ্রামে ৩১ জনের করোনা শনাক্ত  ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৫.০৫ শতাংশ।

শনিবার (০১ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

প্রতিবেদন সূত্রে জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২০০টি নমুনা পরীক্ষা করা হয়।

আক্রান্ত ২০ জন নগরের এবং ১১ জন উপজেলার বাসিন্দা। এসময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় ১ জন, হাটহাজারীতে ৩ জন এবং মীরসরাইয়ের বাসিন্দা ৭ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৯৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৯৪ হাজার ৩১ জন এবং ৩৪ হাজার ৯৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।