ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কদলপুর স্কুল অ্যান্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
কদলপুর স্কুল অ্যান্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রাম: রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজে অন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৩১ অক্টোবর) বিতর্ক প্রতিযোগীতার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয় সূর্যসেন হাউজ। রানাসআপ হয়েছে জসীমউদ্দিন হাউজ।
 

সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী।  

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও শিক্ষক সুমন বড়ুয়ার সঞ্চালনায় বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার-ই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে’।  

প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় বিজয়ী দলের মাঈনুল হক তাছকিন।  

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষিকা পূরবী ধর, শিক্ষক মু. হোসাইন, নাজমুল হোসেন, অলক দে, সুজন দাশ, আবু ছৈয়দ, সাইফুল চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।