কলকাতাঃ রাজ্য সরকারের কালো তালিকা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। সংবাদপত্রের পরে কী এবার টিভি চ্যানেলগুলোও সরকারের কোপ দৃষ্টিতে পড়তে চলেছে?
মহাকরণ সুত্রে জানা গেছে, রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতর, জেলার তথ্য সংস্কৃতি আধিকারিকদের কাছ থেকে জানতে চেয়েছে, কোন কোন কেবল অপারেটর এলাকায় কাজ করছে্, তাদের গ্রাহক সংখ্যা কত, প্রথম ১-১৮ ও ১৮-৫০ এর মধ্যে কোন কোন চ্যানেলের অবস্থান রয়েছে।
গত ২৮শে মার্চ এই তথ্য পাঠানোর শেষ সময়সীমা ছিল বলে জানা গেছে।
এসব তথ্য যোগাড় করে সরকার কেবল চ্যানেলগুলির রাশও নিজের হতে নিতে চাইছে বলে রাজনৈতিক মহলের অনুমান।
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২
আরডি
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর