কলকাতা: যথার্থ কাজের যথার্থ সম্মান দেওয়া হল কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম দময়ন্তী সেনকে! পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের জট খুলে ফেলায় তাকে বদলি হতে হচ্ছে।
মঙ্গলবার পুলিশ এস্টাব্লিসমেন্ট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে লালাবাজার ও মহাকরণ সূত্রে জানা গেছে।
দীর্ঘ দিন ধরে সম্মানের সঙ্গে কলকাতা পুলিশে কাজ করছেন তিনি। ৫৫-৬০ জন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকের বিরুদ্ধে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন।
যে মুখ্যমন্ত্রী কাজের কথা বলেন সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের আইপিএস অফিসারকে! একটি গুরুত্বপূর্ণ কাজ জয়েন্ট সিপি ক্রাইম থেকে দময়ন্তী সেনকে গুরুত্বহীন ডিআইজি ট্রেনিংয়ে দফতরে পাঠানো হচ্ছে।
যেদিন মুখ্যমন্ত্রী মহাকরণে দময়ন্তী সেন ও জাভেদ সামিমকে ডেকে পাঠিয়েছিলেন সেদিনই জয়েন্ট সিপি-র ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
পার্কস্ট্রিট কাণ্ডে এক ধর্ষিতা নারীর পাশে খুব মানবিক জায়গা থেকে দাঁড়িয়ে ছিলেন দময়ন্তী সেন। তিনজন অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করেছিলেন তিনি। মূল অভিযুক্ত কাদেরও গ্রেফতারের পর্যায়ে ছিল।
এই ঘটনাকে মুখ্যমন্ত্রী ‘সাজানো ঘটনা’ বলে উল্লেখ করেন। দময়ন্তী সেন বলেছিলনে ‘ভদ্রমহিলার সঙ্গে কিছু একটা ঘটেছে’।
যে ঈর্ষার কথা বারবার বিরোধীদের উদ্দেশ্যে বলে থাকেন মুখ্যমন্ত্রী সেই ঈর্ষার বলি হতে হল দময়ন্তী সেনকে। বীরকে কাঁটার মুকুট পরিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী! তবে আগেই এই আইপিএস অফিসার দিল্লিতে যাওয়ার আবেদন করেছেন।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর