ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে অটো রিকশা বিক্রি স্থগিত করলো রাজ্য সরকার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২

কলকাতা: রাজ্যে অটো রিকশা সমস্যা মেটাতে রোববার একগুচ্ছ নির্দেশ দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র ৷

অটো-জট কাটাতে এদিন অটোমালিক ও চালকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করেন পরিবহণমন্ত্রী মদন মিত্র ৷

বৈঠক শেষে তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্যে কোনও রকম অটো কেনাবেচা করা যাবে না ৷নির্দেশ লঙ্ঘন করে যদি কোনও ডিলার অটো বিক্রির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

অটো সংক্রান্ত সমস্যাগুলির সমাধানের জন্য একটি বিশেষ পর্যালোচনা কমিটি তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷৩ দিনের মধ্যে কমিটি প্রথম রিপোর্ট জমা দেবে ৷

অটো চালকদের জন্য বেশ কিছু নির্দেশিকাও জারি করেছে পরিবহণ দফতর৷ বলা হয়েছে, অটোগুলিতে অবশ্যই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে। এই বিশেষ ধরণের নম্বর প্লেটে কোনোভাবেই জাল বা বিকৃত করা যায় না।

অটোতে ৪ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না।

নির্দেশিকায় আরো বলা হয়েছে, লাইসেন্স ছাড়া কাউকে অটো চালানোর জন্য দিতে পারবেন না মালিকরা । কোনও সমস্যা হলে, ইউনিয়নকে না জানিয়ে বনধ, অবরোধ বা ভাঙচুরের পথে যেতে পারবেন না অটোচালকরা। অটোগুলি ইচ্ছামতো ভাড়া বাড়ালে নেওয়া হবে আইনি ব্যবস্থা। কোনও মতেই ট্রাফিক আইন ভাঙা চলবে না।

পাশাপাশি পরিবহণমন্ত্রী জানিয়েছেন, শহরের বিভিন্ন জায়গায় অটোচালকদের জ্বালানি গ্যাস ভরার জায়গা বাড়ানোর জন্য সরকারি উদ্যোগে কয়েকটি গ্যাস রিফিলিং স্টেশন তৈরি করা যায় কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

কিন্তু, পরিবহণমন্ত্রীর দেওয়া নির্দিষ্ট ইউনিফর্মের প্রস্তাব মানতে রাজি হননি অটো ইউনিয়নগুলির প্রতিনিধিরা৷ রাজ্য প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এ বিষয়ে অটো ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।