ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঘন কুয়াশা: কলকাতায় নামলো ঢাকার ৭ ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
ঘন কুয়াশা: কলকাতায় নামলো ঢাকার ৭ ফ্লাইট

কলকাতা: ঘন কুয়াশার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সাতটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। সেগুলো কলকাতায় অবতরণ করানো হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গেছে, আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।

এদিকে ফ্লাইটগুলো যাত্রীরা নিরাপদে আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলো হচ্ছে-

জাজিরা এয়ারওয়েজ বিমানের জে-৯৫৩১। ফ্লাইটটিতে ১৬৮ জন যাত্রী ছিলেন।

বিমান বাংলাদেশের বিজি ৩৫০। ফ্লাইটটিতে ২৪৯ জন যাত্রী ছিলেন।

কাউয়াতি এয়ারওয়েজ বিমান। যাত্রী ছিলেন ১৯৭ জন।

এয়ার আরবিয়া বিমান। এতে যাত্রী ছিলেন ১৬১ জন।

ইউ-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ছিলেন ১৪৬ জন যাত্রী।

গালফ এয়ারের ফ্লাইট ছিলেন ২৭৮ জন যাত্রী।

সালাম এয়ারের ফ্লাইটে যাত্রী ছিলেন ১২৬ জন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০২২
ভিএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।