ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের উত্তর দিনাজপুরে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ, আহত ৫

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২

শিলিগুড়ি: পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই তৃণমূল-কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইটাহারে।

দুই পক্ষের সংর্ঘষে ১ জন গুরুতর আহত হয়েছেন।

এছাড়াও আহত হয়েছে আরও ৪ জন। তাদেরকে স্থানীয় ইটাহার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই স্থানীয় একটি পুকুরের দখলদারী নিয়ে তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলি ও বোমাবাজি চলে।

তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের সমর্থকরা বন্দুক নিয়ে আক্রমণ চালায় তাদের ওপর। এই ঘটনায় ১ জন গুরুতর আহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।