কলকাতা : রাজ্যের উচ্চমাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে ফিরছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা। সিলেবাস কমিটির খসড়া নিয়ে আলোচনায় বসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এর আগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাসে বাদ দেওয়া হয়েছিল সুকান্ত ভট্টাচার্যের কবিতা। সিলেবাস কমিটি পরিবর্তিত সিলেবাসের যে খসড়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে জমা দিয়েছিল, তাতে ছিল না সুকান্তর নাম।
সিলেবাস কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, সিলেবাস যেভাবে সাজানো হয়েছে, তাতে সুকান্তের কবিতা রাখা সম্ভব হয়নি।
এই ঘটনার পরেই বিভিন্ন মহলে তৈরি হয় বিতর্ক। সিলেবাস কমিটির পক্ষ থেকে জানানো হয়, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যদি সুকান্তর কবিতা রাখা নিয়ে সবুজ সংকেত দেয় তবে সিলেবাসে স্থান পেতে পারে সুকান্তর কবিতা।
সিলেবাস কমিটির খসড়া রিপোর্ট নিয়ে আলোচনা করতে আলোচনায় বসে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ‘বোর্ড অব স্টাডিজ’।
বৈঠকে স্থির হয়, দ্বাদশ শ্রেণীর সিলেবাসে রাখা হবে সুকান্তের ‘প্রিয়তমাসু’ কবিতাটি। ‘বোর্ড অব স্টাডিজ’-এর নেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে।
বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
আরডি / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর