আগরতলা (ত্রিপুরা): পাসপোর্টের কারনে সমস্যায় পড়েছেন হজ যাত্রীরা। হজ জাত্রীদের জন্য আন্তর্জাতিক পাসপোর্ট করার দায়িত্ব কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে বেসরকারি সংস্থার হাতে।
অন্যান্যবার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হজ যাত্রীদের জন্য অন্তর্জাতিক পাসপোর্ট বানিয়ে দিত। এ বছর কেন্দ্রীয় সরকার এ পাসপোর্ট বানানোর দায়িত্ব তুলে দিয়েছে টাটা কনসালটেন্সি নামে একটি বেসরকারি সংস্থার হাতে।
ওই সংস্থা কলকাতা এবং গৌহাটিতে তাদের অফিস খুলেছে। কিন্তু তাদের নিয়মের বেড়াজালে আটকে বেশিরভাগ আবেদনকারী এবার আর পাসপোর্ট পাননি।
এবার নতুন করে মাত্র ৩৫ জন পাসপোর্ট পেয়েছেন। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে হজ যাত্রীদের মধ্যে। তারা পাসপোর্টের আবেদনের মেয়াদ আরও বাড়ানোর দাবি করেছেন।
বাংলাদেশ সময় : ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
তন্ময়, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর