কলকাতা: অবশেষে কুষ্টিয়ার জেল থেকে মুক্তি পেলো পাঁচ বছরের শিশু আরাফুল। রোববার নদীয়ার গেদে সীমান্তে ছোট্ট আরাফুলসহ তার দাদা হোচিমুদ্দিন শেখ ও দাদি মাফরোজা বিবিকে ভারতীয় সীমান্তবাহিনীর হাতে তুলে দেয় বিজিবি।
যদিও মু্ক্তি পাওয়ার পরই তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় নদীয়া পুলিশ। জানা গেছে, আরাফুলদের কৃষ্ণনগর থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পরই তাদের ছেড়ে দেওয়া হবে।
২০১১ সালের ১৫ এপ্রিল পিয়ারপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ধরা পড়েন বৃদ্ধ দম্পত্তিসহ ছোট্ট আরাফুল। তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় দৌলতপুর থানা তাদের আটক করে আদালতে পাঠায়। বিচারক তাদের ৫০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে দু’মাসের জেল।
জরিমানার টাকা দিতে না পারায় হাচিমুদ্দিন ও মাফরোজা বিবির সঙ্গে ছোট্ট আরাফুলকেও কুষ্টিয়ার জেলে যেতে হয়।
কিন্তু সাজার দু’মাস অতিক্রান্ত হয়ে গেলেও মুক্তি পাচ্ছিল না ছোট্ট আরাফুলসহ তার দাদা-দাদি। বিষয়টি নিয়ে বাংলাদেশে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনকে জানানো হয়। এরপরই নড়েচড়ে বসে বাংলাদেশের প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর