ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বামফ্রন্ট সরকারকে উৎখাতের ডাক কংগ্রেসের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  সোমবার সাম্প্রতিককালের মধ্যে আগরতলায় সর্ববৃহৎ জনসমাবেশ করেছে কংগ্রেস। এ সমাবেশ থেকে রাজ্যের বামফ্রন্ট সরকারকে উৎখাতের ডাক দেয়া হয়েছে।



দিন কয়েক আগেই রাজ্য কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সুদীপ রায় বর্মণ। তার কাছে এ সমাবেশ ছিল নিজেকে সবার সামনে প্রমাণ করার মঞ্চ। কংগ্রেসের এই নবীণ নেতা সোমবারের জনসমাবেশের মধ্য দিয়ে একশ’ ভাগই সফল বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
সম্প্রতি জিরানীয়াতে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, দুই জন মারা গেছেন রাজনৈতিক সংঘর্ষে। এ ঘটনার সিবিআই তদন্ত দাবি করছে কংগ্রেস।

তাছাড়া সম্প্রতি সাব্রুমে দুই মহিলার গণধর্ষণের ঘটনাও সামনে আসে। সাব্রুমের ঘটনারও সিবিআই তদন্ত দাবি করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে।

ওই দুই ঘটনার প্রতিবাদ এবং দুই ঘটনাতেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে সোমবারের মহাসমাবেশের ডাক দিয়েছিল দলটি।
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা মানস ভূঁইয়া, কেন্দ্রীয় কংগ্রেস নেতা লুই জেনহো ফেলেইরো উপস্থিত ছিলেন সমাবেশে। তারা দুজনেই বক্তৃতা দিতে গিয়ে আক্রমণ করেন রাজ্যের বামফ্রন্ট সরকারকে। অভিযোগ করেন, এই সরকার দুর্নীতিগ্রস্ত। সরকারের অপসারণের দাবি তোলেন তারা।

রাজ্য কংগ্রেসের নব নির্বাচিত সভাপতি সুদিপ রায় বর্মণ বলেন, ‘এখন সময় এসেছে স্বপ্ন দেখার। আমরা স্বপ্ন দেখতে পারি, রাজ্যে কংগ্রেস সরকার গঠনের। ’

এ জন্য তিনি দলীয় কর্মী সমর্থকদের কাছে ঐক্যবদ্ধভাবে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময় : ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।