নয়দিল্লি: অবশেষে জেলাশাসকের মুক্তির বার্তা। ভারতের ছত্রিসগড়ের অপহৃত জেলাশাসক অ্যালেক্স পল মেননকে আগামী ৩ মে বৃহস্পতিবার মুক্তি দিচ্ছে মাওবাদীরা।
মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে এসএমএস করে তারা এ কথা জানায়।
মাওবাদীদের তরফে জানানো হয়, তালমেটরার জঙ্গলে জনসাধারণের সামনে তারা মুক্তি দেবে জেলাশাসক অ্যালেক্স পল মেননকে।
অ্যালেক্সের মুক্তির খবর শুনে প্রথম প্রতিক্রিয়ায় অ্যালেক্সের পরিবার জানিয়েছে, সংবাদমাধ্যমে খবরটি দেখে তাঁরা খুবই উচ্ছ্বসিত।
জেলাশাসকের মুক্তি নিয়ে সরকার ও মধ্যস্থতাকারীদের মধ্যে সোমবার রাতে এক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সেই সমঝোতার পরই অপহৃত জেলাশাসকের মুক্তির সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়।
বিশেষ সূত্রে খবর, মঙ্গলবার গোটা পরিস্থিতি ও মধ্যস্থতাকারীদের সঙ্গে সরকারের সমঝোতা নিয়ে আলোচনা হয় ছত্তিসগড় মন্ত্রিসভার বৈঠকেও। কিন্তু এখন কোথায় রাখা হয়েছে অপহৃত জেলাশাসককে?
গোয়েন্দা সূত্রে খবর, তারমেটলার জঙ্গল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তারমেটলার জঙ্গল থেকে উত্তরে কুড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে জগরগোন্ডা অথবা দক্ষিণ দিকে কোন্টায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর।
গত শনিবার সন্ধ্যায় স্থানীয় মাঝিপাড়া গ্রামে এক পঞ্চায়েত অনুষ্ঠানে যোগ দিয়ে জেলাসদরে ফেরার সময় জেলাশাসক অ্যালেক্স পল মেননকে অপহরণ করে মাওবাদীরা।
সুকমার কাছে গাদিরাশ ও কেরলাপালের মাঝে অ্যালেক্সের কনভয়ে হামলা চালায় ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র মাওবাদী। প্রত্যেকেই মোটরবাইকে চেপে এসেছিল। নিরাপত্তারক্ষীরা তত্পর হলেই গুলি চালাতে শুরু করে তারা। মাওবাদীদের গুলিতে মৃত্যু হয় ২ নিরাপত্তারক্ষীর।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ০২, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর